জাতীয়

রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর তেজগাঁও ও লালবাগে ২১টি দোকান, ৬ ব্যক্তি ও ১টি কারখানাকে মোট ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (২৭ জুন) বিকেলে ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রমনা বিভাগে ৬টি দোকানকে ২৫০০ টাকা ও তেজগাঁও বিভাগের ১০টি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া লালবাগ বিভাগেরি ৬টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

জেইউ/এমএসএইচ