দেশজুড়ে

কুমিল্লায় থামছে না করোনার সংক্রমণ, একদিনে ৫ জনের মৃত্যু

কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ থামছেই না। একদিন করোনার আপডেট জানানো বন্ধ থাকার পর শনিবার (২৭ জুন) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহকৃত তথ্যে নতুন করে আরও ৮০ জনের করোনা পজিটিভ হওয়ার খবর দেয়া হয়েছে।

Advertisement

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৪ জনে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। নতুন করে একজনের মৃত্যুর পর এ সংখ্যা এখন ৮৮ জনে দাঁড়াল। তবে সংক্রমণের দিক থেকে সুস্থতার সংখ্যা আগের তুলনায় বাড়লেও এখনও তা ৫০ শতাংশের নিচে। শনিবারের তথ্য অনুসারে এখন পর্যন্ত সুস্থতার হার ৪১.৩৮ শতাংশ। শনিবার বিকেলে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. শাহাদাত হোসেন বলেন, করোনা পরীক্ষায় শনিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে নতুন করে ৮০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দেবিদ্বারে ১৪ জন, মনোহরগঞ্জে ছয়জন, হোমনায় ২১ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় নয়জন, তিতাসে আটজন, লাকসামে চারজন ও চৌদ্দগ্রামে ছয়জন। নতুন করে লাকসামে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাই এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৮১ জন সুস্থসহ এ পর্যন্ত জেলায় এক হাজার ২৭২ জন সুস্থ হয়েছেন। যা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১.৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ২.৬৪ শতাংশ।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। সবমিলে একদিনে পাঁচজনের মৃত্যু হলো। কুমেক হাসপাতালের পরিচালক ডা.মুজিবুর রহমান শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হারুন অর রশীদ (৬৩)। উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার বুড়িচং উপজেলার বারবী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৬০), সদর দক্ষিণের সেকান্দর মিয়ার ছেলে মোসলেম উদ্দিন (৬৫) এবং আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ইকবাল মজুমদারের ছেলে তানভীর মজুমদার (৪০)।

কামাল উদ্দিন/এএম