দেশজুড়ে

শিবচরে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ১২ জন করোনায় আক্রান্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা, ব্যাংকার, ইউপি সচিব ও ওষুধের দোকানের কর্মচারীসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

আক্রান্তদের মধ্যে পৌরসভায় দুইজন, উমেদপুরে দুইজন, দ্বিতীয়খন্ডে একজন, নিলখীতে একজন, ভদ্রাসনে একজন, কাদিরপুরে একজন ও বহেরাতলায় একজন। এ নিয়ে শিবচরে ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে শনিবার ৩২ জনের রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। নমুনাগুলো ১৭ জুন ও ২০ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোয়ার সিকদার, বেসরকারি এক ব্যাংকের কর্মকর্তা, শিবচর ইউনিয়নের সচিব, পৌরসভার এক ওষুধের দোকানের কর্মচারী রয়েছেন।

এছাড়া পৌরসভায় দুইজন, উমেদপুরে দুইজন, দ্বিতীয়খন্ডে একজন, নিলখীতে একজন, ভদ্রাসনে একজন, কাদিরপুরে একজন ও বহেরাতলায় একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে শিবচরে ১০৮ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর চারজনের মৃত্যু হয়েছে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, দুইদিনের রিপোর্ট অনুসারে নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকতে বলা হয়েছে।

এএম/জেআইএম