দেশজুড়ে

জেলের জালে বিশাল পাঙ্গাশ, ২২ হাজার টাকায় বিক্রি

গত কয়েক দিনে বেশ কয়েকটি বড় ধরনের বাঘাইড় মাছ ধরা পড়ার পর এবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাশ মাছ।

Advertisement

শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে স্থানীয় জেলে পরান হালদারের কাছ থেকে ১২৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এতে মাছটির দাম পড়েছে প্রায় সাড়ে ২২ হাজার টাকা। এ সময় বড় পাঙ্গাশ মাছটি দেখতে অনেকেই নদীর পারে ভিড় জমান।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এখন প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় মাছ। শনিবার দুপুরে জাফরগঞ্জের জেলে পরান হালদারের কাছ থেকে ১৮ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি ১ হাজর ২৫০ টাকা কেজি দরে কিনেছি। সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে পরান হালদারের জালে বিশাল মাছটি ধরা পড়ে। বিকেলে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজিতে মাছটি বিক্রি করেছি।

চান্দু মোল্লা আরও বলেন, বড় মাছ ধরার পর জেলেরা ঘাটের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে ওই সব মাছ দেশের বিভিন্ন স্থানে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতির কাছে সীমিত লাভে বিক্রি করি আমরা। নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে বড় বড় মাছ ধরা পড়ছে দৌলতদিয়ায় পদ্মা নদীতে।

Advertisement

এর আগে গত বুধবার (২৪ জুন) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে ওসমান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে কিনে নেন। এতে পুরো মাছটির দাম পড়ে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ