সারা বিশ্বের ২১৩টির বেশি দেশ ও অঞ্চলে ভয়াল থাবা বসিয়েছে মহামারি করোনাভাইরাস। এশিয়া থেকে ইউরো, আফ্রিকা, উত্তর আমেরিকা, এখন করোনা কাঁপাচ্ছে লাতিন আমেরিকাও। এই মহাদেশের দেশ ব্রাজিল সবচেয়ে বেশ আক্রান্ত। আর্জেন্টিনাও কম নয়। করোনা মহামারিতে অবশেষে আক্রান্ত হলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো।
Advertisement
বিলার্দোর পারিবারিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন এ তথ্য। সেই সূত্রটি বলেন, ‘কার্লোস বিলার্দোর শরীরে করোনা টেস্ট করা হয়েছে শুক্রবার এবং রেজাল্ট এসেছে পজিটিভ। যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং তিনি ভালো আছেন।’
১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ছিলেন বিলার্দো। তবে করোনার উপসর্গ নেই ৮২ বছরের সাবেক এই কোচের শরীরে। মস্তিষ্কের বিরল সমস্যা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেই হাসপাতালেই ১০ জন রোগির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। চিকিৎসকদের অনুমান, সেখান থেকেই বিলার্দোর শরীরে সংক্রমণ ঘটেছে।
গত বছর জুলাই থেকেই হাসপাতালে চিকিৎসা চলছে বিলার্দোর। তার পুরনো ক্লাব এস্তোদিয়ান্তেস চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে। শুক্রবারই ক্লাবের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘আমরা এই ম্যাচটায় তোমার পাশে আছি বিলার্দো।’
Advertisement
১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ছিলেন বিলার্দো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেবার অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। ১৯৯০ ফাইনালেও উঠেছিল আর্জেন্টাইনরা। কিন্তু জার্মানির কাছে হেরে যায় বিলার্দোর দল।
ফুটবলার হিসেবে তিনবার এস্তোদিয়ান্তেসের হয়ে ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত টানা তিন বছর জিতেছেন কোপা লিবার্তোদেরেস। ফুটবল কোচিংয়ের পাশাপাশি পেশায় চিকিৎসকও ছিলেন বিলার্দো।
করোনায় আর্জেন্টিনায় এখনও পর্যন্ত ১১৮৪জন মৃত্যুবরণ করেছেন।
আইএইচএস/
Advertisement