দেশজুড়ে

নড়াইলে বাসে চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট

নড়াইলের লোহাগড়ায় বাসে চাঁদাবাজির প্রতিবাদে নড়াইল-যশোর, কালনা-লক্ষিপাশা সড়কে বাস ধর্মঘট শুরু করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জাগো নিউজকে জানান, লোহাগড়া উপজেলা কালনা এলাকায় সুমন নামে এক চাঁদাবাজ বাস থেকে চাঁদা দাবি করছেন এবং তাকে সময় নিয়ন্ত্রকের চাকরি না দিলে বাস চলতে দেয়া হবে না বলে জানান। এ ঘটনায়  সকাল থেকে মালিক সমিতির নেতৃবৃন্দ বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়ায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। যে যার মতো করে পায়ে হেঁটে, ইজি ভ্যান, ইজি বাইক, পণ্যবাহী ট্রাকে করে গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করছে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, অভ্যন্তরীণ কী একটা সমস্যা হয়েছে বলে শুনেছি।হাফিজুল নিলু/এমজেড/আরআইপি

Advertisement