করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ গোটা বিশ্বের ফুটবল। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলেও। সদস্য দেশগুলোর কথা মাথায় রেখে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা কোভিড-১৯ সহায়তা ফান্ড গঠন করেছে। যে ফান্ড থেকে প্রত্যেক দেশ পাবে ১০ লাখ মার্কিন ডলার করে সহায়তা।
Advertisement
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সদস্য দেশগুলোর করোনায় ক্ষতিগ্রস্থ। তা কাটাতে যে ত্রাণ তহবিল গঠন করেছে ফিফা সেখান থেকে আমরাও ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) পাবো।’
তবে এই টাকা এক সঙ্গে দিচ্ছে না ফিফা। অর্ধেক দেবে জুলাইয়ে। বাকি অর্থ আগামী জানুয়ারিতে। বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘এর বাইরেও মহিলা ফুটবলের উন্নয়নে আরো ৫ লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারিতে এ অর্থ দেবে ফিফা। তবে নারী ফুটবলের অর্থটা নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। তাই এখনই বলা যাবে না ওই খাত থেকে কি পরিমাণ অর্থ পাবো। কোভিড-১৯ ত্রাণ তহবিল থেকে দুই কিস্তিতে ১০ লাখ ডলার পাবো এটা বলা যায়।’
আরআই/আইএইচএস/
Advertisement