দেশজুড়ে

ইমরান হত্যা মামলা : আসামি চঞ্চল গ্রেফতার

নড়াইলের সীমাখালীতে প্রেমিক ইমরান ভূঁইয়া হত্যা মামলার আসামি চঞ্চল মোল্লাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সদরের পাইকমারি থেকে তাকে গ্রেফতার করা হয়। চঞ্চল পাইকমারি গ্রামের নজরুল মোল্লার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে ও পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের বাশার মিনার মেয়ে যুঁথী খানমের সঙ্গে সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমরানের (২২) প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে যুঁথী তার এক খালাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়ায় ইমরান ও যুঁথীর মধ্যে মনোমালিন্য হয়। বিষয়টি মীমাংসার কথা বলে গত ২৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে যুঁথীর খালাতো ভাই ছানি ও মামাতো ভাই রফিকুল ইমরানকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে প্রেমিকা যুঁথীদের সীমাখালীর বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতে (২৫ আগস্ট) যুঁথীদের পরিবারের লোকজন ইমরানকে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে যুঁথীদের বাড়ির পাশে একটি মেহগনি গাছে ইমরানকে ঝুঁলিয়ে রাখা হয়। পরের দিন দুপুরে ইমরানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমরানের শরীরে ও গলায় একাধিক আঘাতের চিহৃ এবং পায়ে সুঁচ ফুটানোর চিহৃ ও রক্তের দাগ ছিল। এ ঘটনায় প্রেমিকা যুঁথী খানম, ভাই নাসিম মিনা, মা নাছিমা বেগম, খালাতো ভাই ছানি মল্লিক, রফিকুল ও রাজুসহ অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নিহত ইমরানের ভাই আসলাম হোসেন। গত ৭ সেপ্টেম্বর নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ প্রেমিকা যুঁথী খানম ও তার মা নাছিমা বেগমের তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। হাফিজুল নিলু/এমজেড/আরআইপি

Advertisement