শিক্ষা

করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার শনিবার

করোনা পরিস্থিতির মধ্যে 'শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' বিষয়ে ভার্চুয়াল সেমিনার হতে যাচ্ছে। শনিবার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশনর (ইরাব) আয়োজনে এই সেমিনার হবে।

Advertisement

আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সেমিনারটি ইরাবের ফেসবুক পেজ ও গ্রুপে সরাসরি সম্প্রচারিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর হোসেন এবং ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন ইরাব সভাপতি মুসতাক আহমদ এবং স্বাগত বক্তব্য দেন ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক।

Advertisement

এমএইচএম/জেডএ/জেআইএম