সাহিত্য

নাজিয়া নিগারের দুটি কবিতা

জলের পেন্ডুলাম

Advertisement

জলের পেন্ডুলামে চলছে টেরাকোটা জীবন।কোথাও নেই কোকিলের কলতানপাবলো পিকাসোর আলজিয়ার্সে খুঁজে ফিরি জীবনের নগ্নতা।

ত্রিবিম্ব ভ্রমে ভায়োলিন তারে শূন্যবৈভব।ঘ্রাণহীন শোকে মৃত জলে ডানা হাতড়ায়আফ্রোদিতির নাকছাবি।

পালাবদলের নখের সিঁদ কেটে ঢুকে পড়েএকদল সপ্রতিভ গোলন্দাজপাকারঙে খেলে ষোলোগুটি...দূরগামী দূরবিনে বিপন্ন মানবতা খোয়াব দেখে,দেখে নির্মোহ পতনের কিঞ্চিনি।

Advertisement

মড়কের বাজারে কর্মহীন ঘণ্টাদাস টেনে নেয় নেড়িকুত্তা সংসারের গালিচা...মেঘকালো আকাশে সাদা পায়রার ভেল্কিবাজিতে ক্ষুধার্ত মজলুম করে আর্তনাদ! বেড়ালের পেটে কান পেতে শুনি মিঁউমিঁউ...

ধুলোর আস্তরণে কাঁচপোকা খুঁজে ফেরেফেলে আসা জীবন।মরণের হাটে ব্লিচিং পাউডারে জীবাণুমুক্ত হয়ে বেঁচে থাকা যায় আর কতক্ষণ?

তবুও বক্ষিলা জনপদে নিঃসঙ্গ পথিক প্রণয়ের কয়েদখানায় নিজেরে করে সমর্পণ।

****

Advertisement

পরাবাস্তব

ফিরে এসো সোনালি রোদ্দুর ধানশালিকের গীত,এসো ফিরে দখিনা বাতাসযাপনের ভিত।

এসো ছেলেবেলা,এসো ফিরে গাজনের মেলাফিরে এসো মেঠোপথেখুনসুটি, লুকোচুরি খেলা।

ফিরে এসো চেনামুখচেনাজানা কিছু সুখফিরে এসো আবছায়াযাতনা কিংশুক।

ফিরে এসো বইখাতা, কোচিংয়ের ক্লাসফিরে এসো পাঠশালা নিমেঘ আকাশ।

ফিরে এসো কোলাহল ফিরে এসো নিদফিরে এসো গীতবিতান ছায়ানট হৃদ।

ফিরে এসো নিশিকাব্যফিরে এসো মিথফিরে এসো হাসিমুখ সুখ স্মিত।

ফিরে এসো সায়েন্স ফিকশন ফিলোসফি প্রেমফিরে এসো ক্যামেস্ট্রি ফিজিক্সের ফ্রেম।

ফিরে এসো নোলকবিতানছোটছোট ঢেউফিরে এসো হে ডুবসাঁতারেকান্নাজলে কেউ।

ফিরে এসো জোনাকপোকারাতের ঠিকানায়ফিরে এসো মিশে যাই সাগর মোহনায়!

ফিরে এসো বন্ধু আমার আড্ডাবিকেলেফিরে এসো ফিরে যাই চায়ের যুগলে।

ফিরে এসো ভালোবাসা সুপ্ত অনুভবেদেখা হবে একদিন পরাবাস্তবে!

এসইউ/পিআর