ইরাক যুদ্ধের জন্য দীর্ঘ ১২ বছর পর ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই প্রথমবারের মতো ব্লেয়ার ইরাক যুদ্ধ ভুল ছিল উল্লেখ করে এজন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন। এ ভুলের কারণেই ইরাকে ইসলামিক স্টেট (অাইএস) জঙ্গিদের উত্থান হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। খবর ডেইলি মেইলের।মার্কিন টেলিভিশন সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ব্লেয়ার বলেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে তার ও বুশের সিদ্ধান্তই দেশটিকে নরকে পরিণত করেছে। সিএনএনকে দেয়া সাক্ষাতকারটি আজ আরো পরের দিকে প্রচার হওয়ার কথা রয়েছে। ব্লেয়ার বলেন, ইরাকে ইঙ্গ মার্কিন হামলা যুদ্ধাপরাধের পর্যায়ের আওতায় পড়ে। তবে এ জন্য তিনি দায়ী নন বলে দাবি করেন।ইরাক যুদ্ধ কি ভুল ছিল? এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, ওই ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি। আমরা যেসব গোয়েন্দা তথ্য পেয়েছিলাম তা ভুল ছিল। আরো দুঃখ প্রকাশ করছি আমাদের পরিকল্পনায় কিছু ভুল ছিল। এছাড়া ইরাকি শাসনের পতন হলে কী পরিণতি হতে পারে সে বিষয়েও আমাদের বুঝতে ভুল হয়েছিল।সাক্ষাতকারে ব্লেয়ারকে আইএসের উত্থানের পেছনে ইরাক যুদ্ধই প্রধান কারণ কিনা এমন প্রশ্ন করা হলে সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি এ ঘটনায় সত্যের উপাদান আছে। আমরা যারা ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছিলাম, আপনি বলতে বলতে পারেন না ২০১৫ সালে ইরাক পরিস্থিতির জন্য তাদের কোনো দায় নেই।যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্রডকাস্টার ফরদ জাকারিয়া শনিবার টিভি ট্রায়ালে ব্লেয়ারকে ইরাক যুদ্ধে বুশের ক্রীড়নক হিসেবে সরাসরি অভিযুক্ত করেন। এই অভিযোগের পক্ষেই কথা বলেন তিনি। এর মাত্র এক সপ্তাহ আগে দ্য মেইল হোয়াইট হাউসের একটি নথির প্রমাণ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরাক যুদ্ধের এক বছর আগে ২০০২ সালে বুশ ও ব্লেয়ার ইরাকে আগ্রাসন চালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করেন। এসআইএস/আরআইপি
Advertisement