দেশজুড়ে

রিপোর্ট পাওয়ার দু’দিন পর করোনা রোগীর মৃত্যু

 

মাগুরায় করোনা আক্রান্ত হয়ে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো।

Advertisement

মৃত মিজানুর রহমান মুন্সি (৬৫) শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন ওই ব্যক্তি। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরিস্থিতি খারাপ হওয়ায় বৃস্পতিবার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হলে শুক্রবার তার মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ জন। মারা গেছেন তিনজন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩ জন।

Advertisement

আরাফাত হোসেন/এফএ/এমএস