করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ময়নুল ইসলাম (৫৩) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) মধ্যরাতে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
ময়নুল ইসলাম উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ময়নবাগদা বাজার এলাকার বাসিন্দা। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, করোনা শনাক্ত হলেও ময়নুল ইসলামের শরীরে বার্ধক্যজনিত নানা জটিল রোগ ছিল। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন। ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ