রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে দুটি হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। র্যাব-১০ এর ব্যাটালিয়নটি হোসনি দালানে আলামত সংগ্রহের সময় এই ক্লিপ উদ্ধার করে। র্যাব ১০-এর অধিনায়ক (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ঘটনাস্থল থেকে র্যাব দুটি হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার) বোমা বিশেষজ্ঞরা জানিয়েছিলেন বিস্ফোরিত বোমাগুলো হ্যান্ড গ্রেনেড ছিল।র্যাব অধিনায়ক আরো বলেন, বোমাগুলো খুব হালকা ছিল। বেশি দূরত্ব থেকে এগুলো ছোড়া সম্ভব নয়। এগুলো সামনে থেকে ছোড়া হয়েছে অথবা ক্লিপ খুলে রেখে দেয়া হয়েছিল। আমরা যাচাই বাছাই করছি।হোসনি দালানের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে কি-না জানতে চাইলে মাতুব্বর বলেন, ‘এখনো তেমন কিছু পাওয়া যায়নি। তবে ফুটেজ যাচাই-বাছাই চলছে।’উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে হোসনি দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত এবং শতাধিক আহত হন। এআর/আরএস/পিআর
Advertisement