রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৮ জন চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৯৯ জন চিকিৎসক, ১৪ জন নার্স এবং ১১৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ জনে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোট আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন, সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, আজগর আলী হাসপাতাল ২১ জন, বিএসএমএমইউতে ৬ জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৯ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ জন, শিশু হাসপাতালে ৬ জন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে ১০ জন, জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ১১ জন, অ্যাপোলো হাসপাতালে ৫ জন, বারডেম হাসপাতালে ৭ জন, ইউনিভার্সেল হাসপাতালে ৩ জন, পঙ্গু হাসপাতালে ৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৮ জন ও কুয়েত মৈত্রী হাসপাতালে ১৭ জন আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৯৪৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।
Advertisement
এমইউ/এফআর/এমকেএইচ