আন্তর্জাতিক

মাতাল নারীর গাড়িচাপায় প্রাণ গেল চারজনের

যুক্তরাষ্ট্রে এক মাতাল নারীর গাড়িচাপায় শিশুসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৪ জন। শনিবার দেশটির ওকলাহামা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় মাঠে হঠাৎ গাড়িটি ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।স্থানীয় পুলিশ জানিয়েছে, ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির অ্যালামনাই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয মাঠে কুচকাওয়াজের মহড়া চলছিলো। এ সময় হঠাৎ দ্রুতগতিতে একটি গাড়ি ওই মাঠে ঢুকে পড়ে। এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হলেও পরে দুই বছরের আরো এক শিশু মারা যায়। এছাড়া গাড়ির আঘাতে আরো অন্তত ৪৪ জন আহত হয়েছে। এদের ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।পরে ২৫ বছর বয়সী সন্দেহভাজন ওই মাতাল নারী চালককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ওকলাহামা অঙ্গরাজ্যে গত ৩০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় মাঠে এ দুর্ঘটনার আগে গাড়িটি পুলিশের একটি মটরবাইককেও ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে।এসআইএস/পিআর

Advertisement