গাইবান্ধার সাদুল্লাপুরে করোনার চিকিৎসা দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আঞ্জুর ব্যাপারী নামে এক ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ।
Advertisement
আটক আঞ্জুর কবিরাজ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাম্প্রতিক করোনা ভাইরাসের মহামারিতে অসহায় ও গ্রামের সাধারণ মানুষকে করোনা রোগের চিকিৎসা জন্য বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন আঞ্জুর কবিরাজ। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমন প্রতারণার অভিযোগের পেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আঞ্জুর ব্যাপারী দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Advertisement
জাহিদ খন্দকার/এফএ/এমকেএইচ