বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
তিনি বলেন, ‘করোনামুক্ত থাকলেও ওনার আগের যে অসুস্থতা সেটার উন্নতি হয়নি।’
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় করোনা সেলের ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনামুক্ত রাখতে কী কী ব্যবস্থা নেয়া হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) করোনামুক্ত আছেন। তবে ওনার যে অসুস্থতা সেটার উন্নতি হয়নি।’
Advertisement
ফখরুল বলেন, ‘আপনারাও জানেন এখন যে অবস্থা তাতে উন্নত চিকিৎসা নেয়া যাচ্ছে না।’
দুই বছর দেড় মাস (৭৭৬ দিন) কারাভোগের পর শর্তসাপেক্ষে গত ২৫ মার্চ মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়। মুক্তির পর গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার পুত্রবধূ ডা. জোবাইয়দা রহমানের তত্ত্বাবধানে একদল চিকিৎসক সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা দিচ্ছেন।
কেএইচ/এফআর/জেআইএম
Advertisement