জাতীয়

করোনায় এত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্তের নেপথ্যে কী?

>> আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা চার হাজার ছাড়াল>> ৪৭ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু >> সুরক্ষাসামগ্রীর মান নিয়ে প্রশ্ন থাকায় অনেক চিকিৎসক উদ্বিগ্ন

Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১ হাজার ২৬৮ জন, নার্স ১ হাজার ১৯৯ এবং অন্যান্য সহযোগী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১ হাজার ৬২৮ জন। এ ভাইরাসে ইতোমধ্যে ৪৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

তাদের অনেকেই সরাসরি করানোর রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আবার কেউবা সরাসরি করোনা চিকিৎসাসেবার সাথে জড়িত না থাকলেও অন্য কারও মাধ্যমে আক্রান্ত হন।

করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসকদের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটসহ (আইসিইউ) বিভিন্ন সাব স্পেশালিটির বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন।

Advertisement

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। ২৪ জুন পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত আরটি পিসিআর ল্যাবরেটরিতে মোট ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করে এক লাখ ২২ হাজার ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট এক হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে।

সাধারণ মানুষের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার বিষয়টি নিয়ে যতটা না আলোচনা চলছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের আক্রান্ত হওয়া নিয়ে।

সাধারণ মানুষের মনে প্রশ্ন- কেন এতসংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন।

জাগো নিউজের এ প্রতিবেদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন হাসপাতালে করোনা ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলাপকালে কেন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছেন তার নেপথ্যের কারণ জানার চেষ্টা করেন।

Advertisement

তারা বলেছেন, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি নবীন চিকিৎসকরা রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিজ নিজ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলেও তাদের কারোরই সংক্রামক রোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি বা স্বল্প মেয়াদি ট্রেনিং নেই। তাছাড়া করোনাভাইরাস রোগটি একেবারে নতুন এবং ছোঁয়াচে হওয়ায় সতর্কতা স‌ত্ত্বেও আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছোঁয়াচে রোগ থেকে চিকিৎসকদের রক্ষায় সর্বপ্রথম যেটা দরকার তা হলো উন্নতমানের সুরক্ষাসামগ্রী- সার্জিক্যাল মাস্ক, আই (চক্ষু) শিল্ড, ভালোমানের পিপিই (সুরক্ষা পোশাক), হেড কভার এবং সু কভার । এ ক্ষেত্রে এন-৯৫ মাস্কসহ বিভিন্ন হাসপাতালে সরবরাহকৃত সুরক্ষা সামগ্রীর মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল।

এ ছাড়া বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হ‌ওয়ার প্রধান কারণ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা। করোনাভাইরাস নাক, মুখ, চোখের মাধ্যমে প্রবেশ করে শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। পাশাপাশি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে নানা উপসর্গ ঘটায়।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, করোনাভাইরাস রোগটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় এবং এ রোগটির ব্যাপারে অধিকাংশ চিকিৎসকের সঠিক ধারণা ও অরিয়েন্টেশন না থাকায় শুরুর দিকে অনেকে সতর্কতা অবলম্বন করেনি। এ ছাড়া করো রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার সময় সঠিকভাবে পিপিই পরিধান ও ডিউটি শেষে তা সঠিকভাবে খুলে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া অনেক করোনা রোগীর উপসর্গ না থাকায় কিংবা উপসর্গ থাকলেও চিকিৎসা না পাওয়ার আশঙ্কায় তথ্য গোপন করার ফলে সংশ্লিষ্ট রোগীর মাধ্যমে চিকিৎসক আক্রান্ত হয়তো হয়েছেন। এ ছাড়া হাসপাতালে ডিউটি শুরুর আগে ও পরে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করা, সঠিকভাবে সেনিটাইজার ব্যবহার করা, ইত্যাদিতে ঘাটতি থাকার ফলে অনেকেই আক্রান্ত হয়েছেন।

তবে শুরুর দিকে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে আক্রান্তের সংখ্যা কমছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি এম এ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, 'শুরুর দিকে মানসম্মত পিপিই না থাকার কারণে আক্রান্ত হওয়ার প্রধান কারণ ছিল। এ ছাড়া অনেক রোগী তথ্য গোপন করে হাসপাতালে চলে আসার কারণে অনেকেই আক্রান্ত হন।'

'বর্তমানে পিপিই সংকট না থাকলেও পিপিই সঠিকভাবে পরিধান ও খুলে ফেলার ফলে অসতর্কতাবশত অনেকেই আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি বাংলাদেশে সফরে আসা চীনা প্রতিনিধি দল পরামর্শ দিয়েছে, পিপিই পরিধান ও খোলার সময় সেগুলো সঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখার জন্য আলাদা চিকিৎসক দল থাকবে। এ ছাড়া পিপিই পরিধান-খোলার জন্য আলাদা কক্ষ রাখতে হবে। কিন্তু আমাদের দেশে এসব ব্যবস্থা নেই।'

বিএমএ মহাসচিব আরও বলেন, 'আমাদের দেশের আইসিইউগুলোতে নেগেটিভ প্রেসার না থাকায় করো রোগীদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ভাইরাস ওই কক্ষে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এ ক্ষেত্রে পিপিই ও মাস্কের মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।

তিনি বলেন,করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য এতদিন নির্দিষ্ট কোনো হাসপাতালে শয্যা ছিল না। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হতে যাওয়া করোনা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের জন্য শয্যা বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান মাসুদ ব‌লেন, মার্চ মাস থেকে তিনি দুই দফায় করোনা ডিউটি করেছেন। তার মতে, 'চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে, রোগীর সংস্পর্শে আসা। করোনাভাইরাস নাক, মুখ, চোখের মাধ্যমে প্রবেশ করে শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। পাশাপাশি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে নানান উপসর্গ ঘটায়।'

তিনি বলেন, 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছোঁয়াচে রোগ থেকে চিকিৎসকদের রক্ষায় সর্বপ্রথম যেটা দরকার, তা হলো উন্নতমানের সুরক্ষাসামগ্রী (সার্জিক্যাল মাস্ক,আই (চক্ষু) শিল্ড, ভালোমানের পিপিই, হেড কভার এবং সু কভার। সেক্ষেত্রে সুরক্ষাসামগ্রীর মান নিয়ে প্রশ্ন থাকায় তিনি উদ্বিগ্ন বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক বলেন, চিকিৎসকদের অনেকেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন নন। বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিউটির পরেই গভীর রাত পর্যন্ত চেম্বারে রোগী দেখা কিংবা অস্ত্রোপচার নিয়ে ব্যস্ত থাকেন। গৎবাঁধা রুটিনে স্ট্রেসফুল জীবনযাপন করেন। তারা নিয়মিত ব্যায়াম তো করেন না, বরং অনেকেরই ধূমপানসহ ফাস্টফুড খাওয়ার বদঅভ্যাস রয়েছে। তাছাড়া অনেকেই ডায়াবেটিস, হাইপার টেনশনসহ আরও অনেক রোগে ভুগছেন আগে থেকেই ,তারা করোনায় শিকার হয়ে জটিলতর অবস্থায় চলে যাচ্ছেন, মৃত্যুবরণ করেছেন।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের শয্যাপাশে কাছাকাছি থেকে নার্সরা দায়িত্ব পালন করছেন। ক্লোজ কন্টাক্টে এসে রোগীর বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা (জ্বর মাপা, উচ্চ রক্তচাপ মাপা, ইনজেকশন ও সালাইন পুশ করাও ওষুধ খাইয়ে দেয়া) ডিউটিতে থাকার ফলে তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন। তাছাড়া নতুন ধরনের রোগটির সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়নি। তাছাড়া হাসপাতালে ডিউটিতে এসে পিপিই পরিধান এবং সঠিক নিয়ম মেনে পিপিই খুলে ফেলার জন্য আলাদা কোনো কক্ষ না থাকায় আক্রান্তের ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি বলেন, একজন নার্স ওয়ার্ডে রোগী দেখে এসে যে কক্ষে বসছেন সেই কক্ষে এসে তার পাশেই দাঁড়িয়ে কিংবা বসে তার সহকর্মী পিপিই পরিধান করছেন কিংবা খুলে রাখছেন। আলাদা চেঞ্জিং রুম না থাকায় নার্সদের অনেকে আক্রান্ত হচ্ছেন।

এমইউ/জেডএ/এমএস