করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাবনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও পাবনা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়।
Advertisement
এরা হলেন- শহরের চকপৈলানপুরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮), শহরের শালগাড়িয়া মহল্লার মাঙ্গল আলী ব্যাপরীর ছেলে আলতাফ হোসেন (৬০) এবং শালগাড়িয়া থানাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াহিদুল হক সোনা (৮০)।
এদের মধ্যে লিয়াকত আলী ও আলতাফ হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে মারা যান। আর ওয়াহিদুল হক রাতে পাবনা জেনারেল হাসপাতালে মারা যান।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, মৃত তিনজনের মধ্যে লিয়াকত আলীর করোনা রিপোর্ট হাতে পেয়েছেন। তবে অন্য দুজনের রিপোর্ট এখনও হাতে পাননি।
Advertisement
এদিকে পাবনায় নতুন করে আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জন। জেলায় করোনার উপসর্গে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন।
আরএআর/এমএস