দেশজুড়ে

খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) তাদের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা জিলা স্কুলের শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌস (৪০) বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বয়রা পালপাড়া এলাকায়।

নগরীর বাগমারা এলাকার হারুন শেখ (৫৫) নামে এক ব্যক্তি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান। এছাড়াও নগরীর রায়েরমহল এলাকার বাবু (৪৫) নামে এক ব্যক্তি মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার।

Advertisement

আরএআর/পিআর