করোনাভাইরাস (কোভিড-১৯ ) থেকে মুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) ফাহমিনা আক্তার। ১৪ দিন আইসোলেশনে থাকার পর বুধবার কোভিড-১৯ পরীক্ষায় তার নেগেটিভ আসে।
Advertisement
বৃহস্পতিবার (২৫ জুন) ফাহমিনা আক্তার নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ জুন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
অধিদফতর সূত্রে জানা গেছে, মাহামারি করোনায় ভোক্তা অধিদফতরে গত ১৩ মে প্রথম আক্রান্ত হন আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এরপর ১৮ মে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে অফিস সহকারী ও গাড়িচালকসহ মোট ১৫ জন আক্রান্ত হয়েছিলেন। পরে আরও ছয়জন আক্রান্ত হন। সব মিলিয়ে সারা দেশে অধিদফতরের মোট ২১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। তবে ইতোমধ্যে দুই-তিন জন ছাড়া সবাই করোনাকে জয় করেছেন। তাদের কোভিড-১৯ এ ফল নেগেটিভ এসেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটির সময় স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনী পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযানে নামেন ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট ও রোজা ও ঈদ-উল-ফিতরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবারহ নিশ্চিতে কাজ করেন তারা। এতে করে অনেকে আক্রান্ত হন।
Advertisement
এসআই/জেডএ/পিআর