রাজধানীর রূপনগরে নিজ বাসার সামনে আব্দুস ছাত্তার মাতব্বর নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
আহত সাত্তারের ভাই ইব্রাহিম মাতবর জানান, ছাত্তার সপরিবারে রূপনগরের ১০/১ নম্বর সড়কের বাসায় থাকেন। রাতে ছাত্তার তার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন তিন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যান।
পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ইব্রাহিম মাতবর আরও জানান, তার ভাই সাত্তার ঝুট ও জাহাজের ব্যবসা করেন। পাশাপাশি আবাসন ঋণ পাইয়ে দেয়ার মধ্যস্থতাও করেন। কেন বা কারা এই হামলা চালিয়েছে তারা জানেন না।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।
রূপনগর থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর বাসার সামনে কারা তাকে গুলি করেছে এখনও জানা যায়নি। আহত আব্দুস সাত্তারের কোমরের ডান পাশে ও পিঠে গুলি লেগেছে।
জেইউ/জেডএ/পিআর
Advertisement