প্রবাস

মক্কায় করোনা আক্রান্ত বাংলাদেশি নারীর স্বাভাবিক সন্তান প্রসব

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত এক বাংলাদেশি প্রসূতি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশু ভালো আছে।

Advertisement

সম্প্রতি মক্কার হিরা জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। ২৬ বছর বয়সী ওই নারীর এটা দ্বিতীয় সন্তান।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ বিষয়ে বুধবার (২৪ জুন) সংবাদ প্রকাশ করে।

হাসপাতালটির স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. হানি হরিরি বলেন, এই প্রসূতি করোনাভাইরাস সংক্রমণে ভুগছিলেন।

Advertisement

তিনি বলেন, মেডিকেল টিম করোনভাইরাস প্রোটোকলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিবিড়ভাবে পরিচর্যা করছিলেন। কোনো সমস্যা ছাড়াই ৩.১১ কেজি ওজনের একটি ফুটপুটে ছেলে শিশু জন্মগ্রহণ করে।

এতে উপস্থিত ছিলেন ডা. আহমেদ কাদিব আলবান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আলা মোতাওয়াল্লি, ফেলোশিপ ডাক্তার সারাহ মিসফার এবং নার্স নওয়াল খদর।

হাসপাতালটিতে গত মাসেও একজন করোনা পজিটিভ রোগীর প্রথম প্রসবের মুখোমুখি হয়েছিল একটি মেডিকেল দল। ওই দলের নেতৃত্বে দিয়েছিলেন মুহাম্মদ আল-নাজ্জার।

বিএ

Advertisement