দেশজুড়ে

করোনায় আক্রান্ত গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে ও সুস্থ রয়েছেন।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম বলেন, আমার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ২০ জুন নমুনা দেই। নমুনা পরীক্ষার পর আমার করোনা শনাক্ত হয়। বিষয়টি ২২ জুন জানতে পারি। বর্তমানে আমি হোম আইসোলেশনে ও সুস্থ আছি।

গত ৬ জানুয়ারি গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আবুল কালাম। ৭ জানুয়ারি থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম/এএম/পিআর

Advertisement