ফিচার

বাণী-বচন : ২৫ অক্টোবর ২০১৫

বাণী:নারীপ্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।– রবীন্দ্রনাথ ঠাকুরবন্ধনের মধ্যে জন্ম হলেও নারী-পুরুষ স্বাধীন প্রাণিরূপে সৃষ্টি হয়েছে।– শীলারকান্নার প্রথা না থাকলে স্বামীর শেষকৃত্যে কত নারী যে হাসাহাসি করত।– ওয়েলসনারী সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে।– লেলিনকোন পুরুষের সহায়তা ছাড়া কোন নারী বিপথে যায় না।– আব্রাহাম লিঙ্কনবচন:শঠের মায়া তালের ছায়াঅর্থ : কপট ব্যক্তির মায়া তাল গাছের ছায়ার মতোই ক্ষণস্থায়ী- এ কথা বোঝাতে বলা হয়।এসইউ/এইচআর/পিআর

Advertisement