রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ১৬১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এর মধ্যে মঙ্গলবার ছয়জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন আরও ১৮৬ জনের।
Advertisement
বুধবার (২৪ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয়জনের বাড়ি বগুড়ায়। এই জেলায় এ পর্যন্ত ৪২ জনের প্রাণ নিলো করোনা।
এছাড়া বিভাগের রাজশাহী জেলায় ছয়জন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, সিরাজগঞ্জে তিনজন এবং পাবনায় পাঁচজন মারা গেছেন করোনায়। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার নতুন শনাক্ত ১৮৬ করোনা রোগীর মধ্যে ৭৭ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৩১, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় একজন, সিরাজগঞ্জে ১৯ এবং পাবনায় ৫৭ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে।
Advertisement
এ পর্যন্ত বগুড়ায় দুই হাজার ৪০৭, রাজশাহীতে ৩৩০, জয়পুরহাটে ২১৪, নওগাঁয় ২৪০, সিরাজগঞ্জে ২৯০, পাবনায় ৩৯৩, নাটোরে ১৪৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৮২৫ জন। এর মধ্যে নওগাঁর ১৯২ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ২৭৪ জন, নাটোরের ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জন, রাজশাহীর ৬৫ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ৩২ জন করোনামুক্ত হয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর
Advertisement