খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তিন পর্বের এই টুর্নামেন্টটি শুরু হবে ৬ জুন। লিগ পর্বে তিনটি দল একে অপরের বিপক্ষে তিনবার মুখোমুখি হবে।লীগের সেরা দু’দল ২৬ জুন শিরোপা লড়াইয়ের জন্য ফাইনালে লড়বে। ফাইনালসহ এই টুর্নামেন্টে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।ত্রিদেশীয় সিরিজের সিডিউলজুন ৬ : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (গায়ানা)জুন ৮ : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (গায়ানা)জুন ১০ : ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (গায়ানা)জুন ১৩ : দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া  (সেন্ট কিটস)জুন ১৫ : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (সেন্ট কিটস)জুন ১৭ : ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (সেন্ট কিটস)জুন ২০ : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (বার্বাডোজ)জুন ২২ : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (বার্বাডোজ)জুন ২৪ : ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (বার্বাডোজ)জুন ২৬ : ফাইনাল (পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল) (বার্বাডোজ)বিএ

Advertisement