দেশজুড়ে

মোংলায় প্রথম করোনা শনাক্ত

বাগেরহাটের মোংলা উপজেলায় প্রথমবারের মতো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও একজন ইসলামী ব্যাংকের স্টাফ।

Advertisement

বুধবার (২৪ জুন) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, উপজেলার সুন্দরবন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মো. মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংকের স্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতে আইসোলেশনে আছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ি ইতোমধ্যে লকডাউনসহ তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে।

Advertisement

এএম/এমকেএইচ