করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরেছেন।
Advertisement
বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ (বুধবার) মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। হেয়ার রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী।’
দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।
Advertisement
গত ৬ জুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই প্রথম করোনায় আক্রান্ত হন।
আরএমএম/এমএফ/এমকেএইচ