আন্তর্জাতিক

ব্রাজিল-দ. আফ্রিকায় মানবদেহে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি বহুল আকাঙ্ক্ষিত করোনাভাইরাসের চ্যাডক্স-১ এনকোভ-১৯ ভ্যাকসিনটি এবার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে। এ দুই দেশে করোনা সংক্রমণ এখন দ্রুত গতিতে বাড়তে থাকায় সেখানে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

মহামারি করোনা প্রতিরোধে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ভ্যাকসিন হিসেবে মনে করা হচ্ছে অক্সফোর্ডের এই ভ্যাকসিনকে। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অন্তত দুই হাজার, ব্রাজিলের সাওপাওলোতে দুই হাজার স্বাস্থ্য কর্মী স্বেচ্ছাসেবী এবং রিওডিজেনিরোতে এক হাজার মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ।

লেম্যান ফাউন্ডেশনের অর্থায়নে অক্সফোর্ড কর্তৃপক্ষ ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগ করছে। এক বিবৃতিতে লেম্যান ফাউন্ডেশন বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের শেষের দিকে ব্রাজিলে করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে।

চলতি মাসের শুরুর দিকে ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত করোনার সম্ভাব্য ভ্যাকসিন চ্যাডক্স-১ এনকোভ-১৯ দেশের মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা।

Advertisement

ব্রাজিলে সংক্রমণ এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একই চিত্র আফ্রিকা মহাদেশের দেশ দক্ষিণ আফ্রিকাতেও। এ দুই দেশকে বেছে নেয়ার কারণ হিসেবে অক্সফোর্ড কর্তৃপক্ষ বলছে, দেশ দুটিতে করোনার ব্যাপক বিস্তার ঘটছে। এছাড়া অন্যান্য দেশে সংক্রমণ কমে আসায় পরীক্ষা চালানো সম্ভব হচ্ছে না।

ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের এই ভ্যাকসিনের পরীক্ষা চালানোর আগে ব্রিটেনেও পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। চলতি বছরের শেষের দিকে এই ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের চূড়ান্ত ছাড়পত্র পেতে পারে বলে প্রত্যাশা করছেন গবেষকরা।

এর আগে, মঙ্গলবার অক্সফোর্ডের সহযোগী ভ্যাকসিনটির প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানায়, করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি শূকরের দেহে পরীক্ষায় আশাব্যঞ্জক সাফল্য দেখিয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত কোভিড-১৯ ভ্যাকসিনটি শূকরের দেহে এক ডোজের পরিবর্তে দুই ডোজ প্রয়োগ করায় তাতে উচ্চমাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের অন্তত এক ডজন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়া আরও শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন পর্যায়ে রয়েছে।

Advertisement

তবে করোনাভাইরাসের কোনও ভ্যাকসিনই এখন পর্যন্ত ব্যাপক পরিসরে পরীক্ষা উতড়ে যেতে পারেনি। কোনও ভ্যাকসিনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পেতে হলে শেষ অর্থাৎ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হতে হবে।

চীনের বিজ্ঞানীদের তৈরি অন্তত ছয়টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শনিবার চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি (আইএমবিসিএএমএস) তাদের তৈরি একটি ভ্যাকসিন দ্বিতীয় দফায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে। আইএমবিসিএএমএসের এই ভ্যাকসিনটি চীনের তৈরি ছয়টি ভ্যাকসিনের একটি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রথম দিকে ইউরোপ এবং আমেরিকায় ব্যাপক তাণ্ডব চালালেও বর্তমানে এশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকা হয়ে উঠছে ভাইরাসটির উপকেন্দ্র। অতীতে সংক্রমণের দৈনিক সব রেকর্ড ভেঙে প্রত্যেক দিন নতুন রেকর্ড গড়ছে।

ওয়ার্ল্ডওমিটার বলছে, কয়েক দিন ধরে গড়ে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ এক লাখ ৮২ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছে গত ১৯ জুন।

নতুন ও অপ্রতিরোধ্য গতিতে বিস্তার ঘটাতে থাকা করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন ৪ লাখ ৮০ হাজারের বেশি।

সূত্র: রয়টার্স, বিবিসি, ওয়ার্ল্ডওমিটার।

এসআইএস/জেআইএম