খেলাধুলা

টি-টোয়েন্টির রাজা বলছেন, ‘টেস্ট ক্রিকেটই সবার সেরা’

বেশ কয়েকবছর ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটের অধিক জনপ্রিয়তা ভাবাচ্ছে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টপ্রেমীদের। অনেকেরই আশঙ্কা কুড়ি ওভারের ক্রিকেটের আগ্রাসনে হয়তো ম্লান হতে থাকবে টেস্ট ক্রিকেট আকর্ষণ।

Advertisement

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলের মতে, টেস্ট ক্রিকেটই আসলে সবার সেরা। যা কি না মানুষকে জীবনের শিক্ষাও দেয়। তিনি নিজে টি-টোয়েন্টি ফরম্যাটের অবিসংবাদিত কিংবদন্তি হলেও, টেস্ট ক্রিকেটের ভূয়সী প্রশংসাই করেছেন গেইল।

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক অনলাইন আড্ডায় গেইল বলেন, ‘টেস্ট ক্রিকেটই আসলে শেষ কথা। টেস্ট ক্রিকেট আপনাকে জীবন সম্পর্কে জানার সুযোগ দেয়। কারণ পাঁচদিনের টেস্ট ক্রিকেট অনেক বেশি চ্যালেঞ্জিং।’

তিনি আরও যোগ করেন, ‘টেস্ট ক্রিকেট বারবার আপনার পরীক্ষা নেয় এবং শেখায় সবকিছুর ক্ষেত্রে কতো নিয়মের মধ্যে থাকতে হয়। এছাড়া কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষাও পাওয়া যায় টেস্ট ক্রিকেট থেকে।’

Advertisement

এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা হলেও, গেইলের টেস্ট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০০ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত তিনি সাদা পোশাকে খেলেছেন ১০৩টি ম্যাচ। যেখানে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৭২১৪ রান।

এই ফরম্যাটের বিষয়ে গেইলের মূল্যায়ন, ‘টেস্ট ক্রিকেট আপনাকে নিজের স্কিল এবং মানসিক শক্তি পরীক্ষার একটা সুযোগ দেয়। এখানে আত্মনিবেদন অনেক জরুরি। নিজের কাজকে উপভোগ করতে হয়, শুধু খেলার ক্ষেত্রেই নয়, যেকোন কাজের বেলায়ও। যদি একটা জিনিস আপনার পক্ষে কাজ না করে, তাহলে নিশ্চয়ই আরেক পথ খোলা থাকে। তাই হতাশ না হয়ে অপেক্ষা করাই শ্রেয়।’

এসএএস/জেআইএম

Advertisement