আন্তর্জাতিক

আরিজোনায় করোনাকে থামিয়ে দিয়েছে এই বর্ডার, দাবি ট্রাম্পের

ইউএস-মেক্সিকো বর্ডার পরিদর্শন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই প্রাচীর কোভিডকে (করোনাভাইরাস) থামিয়ে দিয়েছে, এটা অনিবন্ধিত অভিবাসনসহ সবকিছুকে থামিয়ে দিয়েছে। মঙ্গলবার নির্মাণাধীন ইউএস-মেক্সিকো বর্ডার পরিদর্শনকালে এসব কথা বলেন ট্রাম্প। খবর আল-জাজিরা, দ্য ইন্ডিপেন্ডেন্টের

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট এমন এক সময়ে এরকম মন্তব্য করলেন, যেদিন সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ দেখেছে আরিজোনা অঙ্গরাজ্যবাসী।

স্থানীয় দ্য আরিজোনা রিপাবলিক পত্রিকা তাদের প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার আরিজোনায় রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন-৩ হাজার ৫৯১ জন।

পত্রিকাটি আরও বলছে, সেখানে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৩৬ জন। অথচ রোববার এ সংখ্যা ছিল ১ হাজার ৯৯২ জন।

Advertisement

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

মঙ্গলবার দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি বলেন, ‘কয়েকদিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।’

সম্প্রতি ওকলাহোমায় এক নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনায় সংক্রমণের সংখ্যা সরকারি হিসাবে যাতে কম দেখানো যায় সেজন্য টেস্টিং কমিয়ে দেয়ার জন্য তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন।

তার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টিং কমিয়ে দিলেই করোনা সংক্রমণ কমে যাবে। কেননা যুক্তরাষ্ট্রে অন্য যেকোনো দেশের তুলনায় করোনা পরীক্ষা ব্যাপকভাবে হচ্ছে বলে বেশি সংক্রমণ ধরা পড়ছে। পরীক্ষা কমিয়ে দিলে দেখা যাবে যুক্তরাষ্ট্রে প্রায় করোনা রোগী নেই।

Advertisement

সম্প্রতি করোনাভাইরাসকে চীনা মার্শাল আর্ট কুং ফু’র সঙ্গে তুলনা করেন ডোনাল্ড ট্রাম্প।

সমালোচকরা বলছেন, আগামী নির্বাচনে তার সবচেয়ে অনুগত সমর্থকদের কাছে টানতেই বর্ডার নিয়ে কৌশলে এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছর শেষে এ বর্ডারের ৪৫০ মাইলের নিমাণকাজ শেষ করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে বর্ডারের নির্মাণকাজ কবে শেষ তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এসআর/জেআইএম