দুর্নীতির দায়ে ভারতের চার্টার্ড বিমানের প্রবেশ বন্ধ করে দিয়েছে আমেরিকা। করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে আটকা পড়া ভারতীয়দের নিজ দেশে ফেরানোর জন্য চালু হয়েছিল এই বিশেষ বিমান সেবা। কিন্তু মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, বিশেষ ফ্লাইটের ওই বিমানের টিকিট সাধারণ মানুষের কাছেও বিক্রি করেছে ভারত। এজন্য আগামী এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই সুবিধা।
Advertisement
মার্কিন প্রশাসন জানিয়েছে, ভারতের চার্টার্ড বিমানগুলো শুধু নিজ নাগরিকদের দেশে ফেরাতেই ব্যবহৃত হচ্ছে না। তারা দুর্নীতি করেছে। মহামারির সময় যুক্তরাষ্ট্র ফ্লাইট পরিচালনায় যে বিধিনিষেধ আরোপ করেছে, তা লঙ্ঘন করছে ভারত। এ কারণে আগামী ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ভারতের চার্টার্ড বিমানগুলো।
এরপর যদি ভারত আবারও যুক্তরাষ্ট্রে এই বিশেষ বিমান চালাতে চায় তবে তার জন্য সে দেশের পরিবহন বিভাগের অনুমতি নিতে হবে। তারা ভারতীয় বিমানগুলোতে বাড়তি যাত্রী নেয়া হচ্ছে কি না খতিয়ে দেখার পরেই মিলবে এর অনুমতি।
এর আগে চীনা বিমানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে তাদের অভিযোগ ছিল, মহামারির সময় মার্কিন বিমানগুলো চীনে নামতে দেয়া হচ্ছে না। পরে গত ১৫ জুন মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা দেয়, চীন থেকে প্রতি সপ্তাহে চারটি করে বিমান প্রবেশের অনুমতি দেয়া হবে। বিপরীতে, একই সংখ্যক মার্কিন বিমান প্রতি সপ্তাহে চীনে যাবে।
Advertisement
সূত্র: রয়টার্স, দ্য ওয়ালকেএএ/