জাতীয়

ওষুধের দাম ও ভেজালে বিরক্ত খোদ স্বাস্থ্যমন্ত্রী

দেশের বাজারের ওষুধের উচ্চ মূল্য ও ভেজাল ওষুধ নিয়ে রীতিমতো বিরক্ত ও অসন্তুষ্ট খোদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি ওষুধ খাতের ব্যবসায়ীদের ওষুধের দাম কমানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে দেশের বাজারে কোন ভেজাল ওষুধ বাজারজাত না করতে আহ্বান জানিয়েছেন। অন্যথায় তিনি যেকোন শক্ত পদক্ষেপ নিতে পিছপা হবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।দেশের নতুন ওষুধ কোম্পানী ওয়ান ফার্মার যাত্রা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাংসদ এএফএম বাহাউদ্দিন নাসিম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মে. জেনারেল মোস্তাফিজুর রহমান, সাবেক মহাপরিচালক ও বর্তমানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশীয় কোম্পানিগুলো দেশের বাজারে ওষুধের উচ্চ মুল্য রাখছে। আমি তাদের বলব, দয়া করে ওষুধের দাম কমান। আপনাদের দাম কমাতে হবে। একই সঙ্গে অনেকে ভেজাল ওষুধ উৎপাদন করছেন। কেউ কেউ বিদেশে রফতানিকালে গুণগত মান ঠিক রাখছেন। কিন্তু দেশের বাজারে নিম্নমানের ওষুধ বিক্রি করছেন। কেন এসব করছেন। দেশের মানুষের সঙ্গে কেন প্রতারণা করেন। আপনাদের বিবেক নেই। বিবেক কাজ না করলে আইন দিয়ে কি হবে। তবে আমি প্রমাণ পেলে লাইসেন্স বাতিল করব। ব্যবসা বন্ধ করে দিবো।হুঁশিয়ারি উচ্চারণ করে নাসিম বলেন, ব্যবস্থা নিলে কেউ তদবির করবেন না। কোন রাজনীতিক বা সাংবাদিক, কেউ বাধা দিবেন না। আমি লাইসেন্স বাতিল করে দিবো। মুনাফাখোর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।নাসিম বলেন, ভুয়া চিকিৎসক হয়ে মানুষ খুন করছেন। আমি তাদের খুনি বলব। এভাবে ভুয়া লাইসেন্স নিয়ে হাসাপাতাল, ক্লিনিক চালাচ্ছেন। আদালতের রায় নিয়ে ওষুধ বাজারজাত করছেন। আমি তাদের বিরুদ্ধে এগিয়ে যাবো। দয়া করে আমাকে সহায়তা করুন। এর সঙ্গে কোন রাজনীতি নেই। এদেরকে আমরা সবাই চিনি।ঢাকা নগরীতে লাইসেন্স ছাড়া যেসব ওষুধের দোকান পরিচালিত হচ্ছে সেসব খুব শিগিগিরই অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হবে বলেও জানান নাসিম। তিনি বলেন, মুড়ির দোকানের মতো ওষুধের দোকান থাকতে পারে না। যাদের লাইসেন্সের মেয়াদ চলে গেছে কিন্তু নবায়ন করেন নাই, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামা হবে।এসএ/এআরএস/পিআর

Advertisement