আন্তর্জাতিক

সৌদিতে একদিনে প্রায় ৫ হাজার করোনা রোগী সুস্থ

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জনে। এছাড়া একদিনে আরও ৩৯ করোনায় মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ১৩৪৬।

Advertisement

এদিকে একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (২৩ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫২ হাজার ৯১৩ জন। তাদের মধ্যে ২ হাজার ১২২ জনের অবস্থ আশঙ্কাজনক। তবে দেশটিতে গত ৩ দিন ধরে আক্রান্তের সংখ্যা কমেছে।

গত কয়েক দিন একাধারে দেশটির রাজধানী রিয়াদে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত হলেও মঙ্গলবার আগের চেয়ে কমেছে। আজ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় বন্দর নগরী জেদ্দায় ৩৯৩ জন। এছাড়া দাম্মামে ৩০১ জন, রিয়াদ ২৯৯ জন, মক্কায় ২৭৭ জন, কাতিফে ২৩৭ জন, আল-খোবারে ১8৮ জন, জাহারান ১৬৫ জন, মদিনা মুনাওয়ারায় ১৫৬ জন, খামিস মুশাইত ১২২ জন, তায়েপ ১১৭ জন, হায়েল ১০৬ জন, আবহায় ৯১ জন, নাজরান ৭০ জন, ওয়াদি আল দাওয়াসির ৪৫ জন, বুরাইদা ৪২ জন, হাপের আল বাতেন ৪২ জন, বাকীক ৩০ জন, আল জুবাইল ২৮ জন, বিশায় ২৫ জন।

Advertisement

এমএসএইচ/এমকেএইচ