খেলাধুলা

বিপিএলে খেলোয়াড় কিনতে দলগুলোর খরচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে স্থানীয় ৬৩ ক্রিকেটারের পেছনে ফ্রাঞ্চাইজিদের মোট খরচ হবে ১২ কোটি ৪৪ লাখ টাকা। অন্যদিকে বিদেশী ৪৩ ক্রিকেটারের পেছনে ফ্রাঞ্চাইজিদের মোট খরচ হবে ১৮ কোটি ৬৬ লাখ। বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া সর্বোচ্চ দর ৭০ হাজার মার্কিন ডলারে খেলতে রাজি নন বলে ক্রিস গেইল, আফ্রিদি, রবি বোপারা, শোয়েব মালিক, সাঙ্গাকারাদের পেছনে বাড়তি খরচের অংকটা গোপনীয় থাকায় এই হিসেবটাই প্রকাশিত হয়েছে। অনেক বিদেশিকেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনেছে ফ্রাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে বিদেশিদের পিছনে খরচ হচ্ছে আরও অনেক বেশি টাকা। খেলোয়াড় সংগ্রহে দলগুলোর এখন পর্যন্ত মোট খরচ : কুমিল্লা ভিক্টোরিয়ান্স (দেশী ২ কোটি ১৮ লাখ + বিদেশী ৩ কোটি ২০ লাখ = ৫ কোটি ৩৮ লাখ টাকা)ঢাকা ডায়নামাইটস (দেশী ১ কোটি ৯৮ লাখ + বিদেশী ৩ কোটি ৩৬ লাখ  = ৫ কোটি ৩৪ লাখ টাকা)রংপুর রাইডার্স (দেশী ১ কোটি ৭৫ লাখ + বিদেশী ৩ কোটি ৪৬ লাখ  = ৫ কোটি ২১ লাখ টাকা)চিটাগাং ভাইকিংস (দেশী ২ কোটি ১৭ লাখ + বিদেশী ২ কোটি ৯৬ লাখ = ৫ কোটি ১৩ লাখ টাকা)সিলেট সুপার স্টারস (দেশী ২ কোটি ১২ লাখ + বিদেশী ২ কোটি ৯৬ লাখ = ৫ কোটি ৮ লাখ টাকা)বরিশাল বুলস (দেশী ২ কোটি ২৪ লাখ + বিদেশী ২ কোটি ৭২ লাখ = ৪ কোটি ৯৬ লাখ টাকা)আরটি/এআরএস/পিআর

Advertisement