দেশজুড়ে

যানবাহন থামিয়ে হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা

মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে কোনো হাইওয়ে পুলিশের সদস্য চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি মাদক পাচারের বিরুদ্ধেও জিরো টলারেন্স থাকবে।

Advertisement

হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের করিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক মো. শাহজালাল আলম এসব কথা জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের করিমপুর হাইওয়ে ফাঁড়ি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে গণপরিবহনে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ পরিদর্শক শাহজালাল আলম বলেন, ফরিদপুর অঞ্চলের ৫৪ কিলোমিটার মহাসড়কের দায়িত্বে রয়েছি আমি। আমার এরিয়ার মধ্যে হাইওয়ে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাইওয়ে পুলিশের তৎপরতায় এরই মধ্যে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার, মাদক, চোরাচালান, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমেছে। দুর্ঘটনা প্রতিরোধে আরও তৎপর হতে ইউনিটের সব সদস্যকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য পরিবহন শ্রমিকদের আহ্বান জানান পুলিশ পরিদর্শক শাহজালাল আলম। সেই সঙ্গে তিনি বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের মাঝে করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেন।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- করিমপুর হাইওয়ে ফাঁড়ির কমিউনিটির সভাপতি মো. মাসুদ মাতুব্বর, প্রচার সম্পাদক মো. বাদল শেখ সহ হাইওয়ে পুলিশের সদস্যরা

বি কে সিকদার সজল/এএম/পিআর