জাতীয়

কলকাতায় ফিরলেন ১৯ ভারতীয় নাবিক

নিজ দেশে ফিরে গেলেন ১৯ ভারতীয় নাবিক। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়েছিলেন তারা।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা কলকাতায় পৌঁছান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নাবিকদের বহন করা বিশেষ ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে দেশের এয়ারলাইন্সগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের শিডিউলড ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত ৩১ মে ভারতে লকডাউন চলাকালীন সময়ে দেশটিতে আটকে পড়া ৩৯ জন বাংলাদেশিকে ঢাকায় নিয়ে আসে নভোএয়ার।

Advertisement

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, তারা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

এআর/এমএসএইচ/এমএস