দেশজুড়ে

করোনাভাইরাস : চাঁদপুরে আক্রান্ত বেড়ে ৬১৭

চাঁদপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের তিনজন, শাহরাস্তির তিনজন ও হাইমচরের একজন।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) ২৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে সাতজনের রিপোর্ট পজিটিভ। বাকিদের রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১৭ জনে দাঁড়াল। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানা যায়।

চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত তিনজন হলেন নৌ-পুলিশের এক সদস্য (৩৪), ট্রাক রোডের এক স্বাস্থ্যকর্মী (৩০) ও ব্যাংক কলোনির এক বৃদ্ধ (৬০)। শাহরাস্তিতে নতুন আক্রান্তরা হলেন শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মো. বাহার উদ্দিন বাহার (৪৬), ঠাঁকুরবাজার ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা (৪৫) ও পৌরসভার সুয়াপাড়া গ্রামের এক পুরুষ (৩৬)। হাইমচরে নতুন করে আক্রান্ত হলেন আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের এক বৃদ্ধা (৬০)।

এ নিয়ে চাঁদপুরে ৬১৭ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে চাঁদপুর সদরে ২৫১ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, হাজীগঞ্জে ৬৬ জন, শাহরাস্তিতে ৬৭ জন, ফরিদগঞ্জে ৬৩ জন, হাইমচরে ৩৪ জন, মতলব উত্তরে ৩৩ জন ও কচুয়ায় ২৯ জন। জেলায় মোট ৪৭ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে হাজীগঞ্জে ১৪ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ছয়জন, কচুয়ায় পাঁচজন, মতলব উত্তরে পাঁচজন, শাহরাস্তিতে তিনজন ও মতলব দক্ষিণে দুইজন।

Advertisement

ইকরাম চৌধুরী/এএম/এমকেএইচ