ঢাকায় সংগীতের উপর চার মাসব্যাপি উচ্চতর প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। কলকাতার হোয়াইট নোটস এবং ঢাকার এস এ্যান্ড আর অডিও ভিজ্যুয়াল প্রোডাকশনের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে।প্রশিক্ষণটি পরিচালনা করবেন ওপার বাংলার প্রখ্যাত সংগীত পরিচালক মধু মুখার্জী। যিনি সহকারী হিসাবে কাজ করেছেন সলীল চৌধুরীর সাথে। সংগীত পরিচালনা করেছেন আশা ভোঁসলে, পন্ডিত অজয় চক্রবর্তী, ইন্দ্রানী সেন প্রমুখের অডিও অ্যালবামে। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা ও শিলাজিতকে তিনিই শ্রোতাদের সামনে এনেছেন।এই মধু মুখার্জিই দুই বাংলার সুপার হিট চলচিত্র ‘হঠাৎ বৃষ্টি’র সংগীত পরিচালনা করেছিলেন। এবার তিনিই ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, মিউজিক কম্পোজিশন, যন্ত্র সংগীত, স্ট্যাফ নোটেশন ও কন্ঠ সংগীতের উপর উচ্চতর প্রশিক্ষণ দেবেন। এ কর্মশালার রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহীরা ০১৮১৮৬৪৬৯৭০ নাম্বারে যোগযোগ করে রেজিষ্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে পারবেন।এলএ/পিআর
Advertisement