চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে ভোল্ট ভেঙে ১০ লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিমানবন্দর সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মুখ খুলছেন না।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ইমিগ্রেশন) শরিফুল ইসলাম বলেন, বিমানবন্দরে ১০ লাখ টাকার মতো চুরি হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শনিবার সকালের দিকে বিমানবন্দরের ভেতরে কার্গো শেডের লকার ভেঙে অন্তত ১০ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়ে যাওয়ার পর দুপুরের দিকে এ বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। এ ব্যাপারে জানতে বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল করিমের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে জেলার অন্য সাংবাদিকদের তিনি বলেন, কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। টাকার বিষয়টি ভুল বোঝাবুঝি হতে পারে। তিনি এ নিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য সংবাদিকদের অনুরোধ জানান। পতেঙ্গা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ বলেন, বিমানবন্দর থেকে টাকা চুরির খবর শুনেছি। ফোন পেয়ে তা তদন্তের জন্য এসেছি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।এসআইএস/পিআর
Advertisement