অর্থনীতি

মাছি মেরে বাঘের দুর্নীতি বন্ধ করা যাবে না : এম এম আকাশ

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাবের সময়েও ‘বাঘের দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) ‘করোনাকালে স্থানীয় সরকারের ভূমিকা ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক অনলাইন আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত নাগরিক সমাজের সংগঠন ও নেটওয়ার্ক, স্থানীয় সরকার প্লাটফর্ম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জোট ‘গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম’ এ সভার আয়োজন করে।

অধ্যাপক এম এম আকাশ বলেন, আমরা দুর্নীতি দুর্নীতি বলে স্থানীয় সরকারের ভাবমূর্তি নষ্ট করছি। করোনাভাইরাসের স্থানীয় সরকারের ৭০ হাজার লোকের মধ্যে ১০০ জনের দুর্নীতি প্রমাণ হয়েছে।

Advertisement

‘দুর্নীতি দূর করার জন্য অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বোঝা যায় দুর্নীতি দুই রকম। বাঘের দুর্নীতি আর মাছির দুর্নীতি। মাছিকে শায়েস্তা করে বাঘকে শায়েস্তা করা যায় না। বাঘকে শায়েস্তা করার জন্য পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। রাষ্ট্রের চরিত্র ওই বাঘের ওপর ভিত্তি করে করা হয়নি এমন নীতি দরকার। এখানে বাঘের দুর্নীতি যে করোনাকালে হয়েছে তা দুই ব্যাংকের (এক্সিম ও ও ন্যাশনাল ব্যাংক) গোলাগুলিতে প্রমাণ হয়। অর্থাৎ বাঘকে শায়েস্তা না করে মাছি দুই-একটা মেরে দুর্নীতি বন্ধ করা যাবে না।’

এম এম আকাশ বলেন, এ বাজেটে যে প্রস্তাবনা তা শেষ পর্যন্ত ঠিক থাকবে কি-না সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। তাই একটি অন্তর্বর্তী বা দুর্যোগকালীন বিশেষ বাজেট করতে পারতো সরকার। করোনার কারণে যে বিশেষ বরাদ্দ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তা কীভাবে বাস্তবায়ন হবে তা ফোকাস করা দরকার ছিল। সহায়তার জন্য নতুন দরিদ্র মানুষের তালিকা সঠিকভাবে করতে হবে, সেখানে স্থানীয় সরকারের গুরুত্বের বিকল্প নেই। শুধু আমলাতন্ত্র দিয়ে এটা সম্ভব নয়, সরকারকে এটা বুঝতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা-জবাবদিহিতা বজায় রেখে সরকারি সহায়তাগুলো তদারকির দায়িত্ব দিতে। গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে আলোচনায় প্রবন্ধ উপস্থাপন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

আলোচনায় অংশ নেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুণ-অর-রশীদ হাওলাদার, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী জিয়াউল করিম প্রমুখ।

এসআই/এইচএ/এমএস

Advertisement