করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরও তিনটি পিসিআর পরীক্ষাগার যুক্ত হয়েছে। সেগুলো হলো- মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, দ্য ডিএনএ ল্যাব ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর গবেষণা কেন্দ্র।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আজকে ৬৫টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৫৬৩টি এবং পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪১২ জন।’
তিনি আরও বলেন, ‘শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ এবং এ পর্যন্ত সুস্থ ৪৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪৩ এবং এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।’
Advertisement
পিডি/এমএসএইচ/এমকেএইচ