রাজধানীর পূর্ব রাজাবাজারে করোনাভাইরাস বিস্তার রোধে আরও সাতদিন লকডাউন থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার পূর্ব রাজাবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
Advertisement
আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় পূর্ব রাজাবাজারে লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। আগের নির্দেশনা অনুযায়ী, আজ রাত ১২টায় এখানের লকডাউন শেষ হওয়ার কথা ছিল।
এর আগে মঙ্গলবার পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, গৃহস্থালী বর্জ্যের সাথে যত্রতত্র না ফেলে সুরক্ষা সামগ্রীর বর্জ্য পৃথক ব্যাগে রাখবেন। এসব বর্জ্য সপ্তাহে ২ দিন সংগ্রহ করা হবে। সুরক্ষা সামগ্রীর বর্জ্য সংগ্রহে তিন লাখ ব্যাগ ২৩ জুন থেকে সরবরাহ শুরু হবে। আগামী ৭ জুলাই থেকে গৃহস্থালি বর্জ্যের সাথে মাস্ক, গ্লাভস, পিপিই পাওয়া গেলে সিটি করপোরেশন সেসব বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে না।
অন্যদিকে চলমান করোনাভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোন সম্প্রতি চিহ্নিত করে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকার ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে।
Advertisement
জানা গেছে, লকডাউনের জন্য রেড জোন হিসেবে তালিকায় থাকা ঢাকা উত্তর সিটির এলাকাগুলোর মধ্যে রয়েছে- গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুর। এগুলোকে রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি।
ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের জন্য সুপারিশকৃত এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।
এএস/এসএইচএস/পিআর/জেআইএম
Advertisement