বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, নির্বাচনের রায়ের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, এই দাবি আজ শুধুমাত্র সময়ের দাবিই নয়, এটি একটি সার্বজনীন দাবি। দেশে একটি অবাধ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে এই দাবির সমর্থনে যুগ যুগ ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাজমুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি যা চান শুধুমাত্র আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। তাই এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের সর্বশক্তির আধার আপনিই। তাই আপনিই পারবেন জাতীয় জোটের নির্বাচনের স্থায়ী রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক জনগণের সরকার ব্যবস্থা চালু রাখতে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমি দৃঢভাবে বিশ্বাস করি, করতে চাই, আপনি গণতন্ত্রের মানসকন্যা। একই সঙ্গে আমি বিশ্বাস করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আপনি দেশে স্বৈরশাসন চান না, গণতন্ত্রকে সুসংহত করতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চান, দেশে আইনের শাসন নিশ্চিত করতে চান, বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ রাখতে চান এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ জনপ্রশাসনকে নিরপেক্ষ দেখতে চান। কারণ আপনি চান না, আমাদের প্রিয় মাতৃভূমি দলীয়করণের অভিশাপে জর্জরিত হোক। এ সময় তিনি ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম’ ঘোষণা করেন। কার্যক্রমগুলো হলো: আগামী ১৫ নভেম্বর খুলনায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ২ ডিসেম্বর রাজশাহীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ১৯ ডিসেম্বর বরিশালে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ৭ জানুয়ারি (২০১৬) সিলেটে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ১৫ জানুয়ারি ঢাকায় প্রতিষ্ঠা দিবস উদযাপন, ২১ জানুয়ারি চট্রগ্রামে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ২৯ জানুয়ারি ময়মনসিংহে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা, ১৫ ফেব্রুয়ারি রংপুরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা এবং ১ মার্চ ঢাকায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা ও পরবর্তি কর্মসূচি ঘোষণা।সংবাদ সম্মেলনে এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী, মুখপাত্র শেখ শহীদুজ্জামান, ডা. হাবিবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/এসআইএস/পিআর
Advertisement