স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন অধিদফতরে নন-ক্যাডারে ৭৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়বিভাগের নাম: স্বাস্থ্যসেবা বিভাগদফতরের নাম: ঔষধ প্রশাসন অধিদফতর
পদের নাম: ঔষধ তত্ত্বাবধায়কপদসংখ্যা: ৫৭ জন
পদের নাম: ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট)পদসংখ্যা: ০১ জন
Advertisement
পদের নাম: সহকারী লাইসেন্সিং অফিসারপদসংখ্যা: ০১ জন
পদের নাম: সহকারী জীবাণুবিদপদসংখ্যা: ০১ জন
পদের নাম: সহকারী জীবাণুবিদ (ভেট)পদসংখ্যা: ০১ জন
পদের নাম: সহকারী রসায়নবিদপদসংখ্যা: ০১ জন
Advertisement
পদের নাম: সহকারী রসায়নবিদ (ভেট)পদসংখ্যা: ০১ জন
পদের নাম: আইন কর্মকর্তাপদসংখ্যা: ০১ জন
পদের নাম: ঔষধ পরিদর্শকপদসংখ্যা: ০১ জন
পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তাপদসংখ্যা: ০১ জন
আবেদনের নিয়ম: আগ্রহীরা bpsc.teletalk.com.bd বা www.bpsc.gov.bd এর মাধ্যমে বিপিএসসি ফর্ম-৫এ পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ জুলাই সন্ধ্যা ০৬টা পর্যন্ত
সূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
এসইউ/জেআইএম