মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরের স্থানীয় দারুল উলুম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় যাত্রীরা শহরের বেরিরপাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (চট্টো মেট্টো ট-১১-২২৯৬) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মারা যায়। খবর পেয়ে মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত রিকশা চালক ও শিশু গৌরব সাহা (৮) সপু সাহা (২৬)ও সৌরভ রায়সহ (৪৫) আহত তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জা পাড়া এলাকার সৌরভ রায় (৪৫) ও শিশু গৌরব সাহা (৮) মারা যান। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এআরএ/পিআর
Advertisement