জাতীয়

করোনামুক্ত হলেন সংসদের সিনিয়র সহকারী সচিব

করোনামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন। আজ সোমবার (২২ জুন) তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জাগো নিউজকে তিনি জানিয়েছেন।

Advertisement

ওয়ারেছ হোসেন বলেন, ‘গত ৭ জুন বাজেট অধিবেশন আয়োজনে ডিউটিরত অবস্থায় করোনা পজেটিভ হই। আজ ১৬ দিন কোয়ারেন্টাইন শেষে রিপোর্ট নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত ২ জুন সংসদের বাধ্যতামূলক টেস্টে করোনা নেগেটিভ আসে। তার চার দিনের মাথায় পজিটিভ আসায় সঙ্গত কারণেই মানসিকভাবে ভেঙে পড়ি এবং বিচলিত হয়ে পড়ি। কোয়ারেন্টাইন সময়ে আমার সব সহকর্মী, দেশে-বিদেশে আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয়-স্বজন যেভাবে আমাকে সাহস দিয়েছেন, দোয়া করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তাদের এই দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে রহম করেছেন।’

জানা যায়, বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রায় ১ হাজার জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

এইচএস/এমএফ/এমএস