দেশজুড়ে

সাতক্ষীরায় আইসোলেশনে ভর্তির ২০ মিনিট পর স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরায় কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে এক স্কুলছাত্রের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে গত ১৫ ঘণ্টার ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে।

Advertisement

মারা যাওয়া ওই স্কুলছাত্র (১৩) তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ও তেঁতুলিয়া বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল জানান, ১৩ বছরের এক স্কুলছাত্রকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার দুপুরের পর মেডিকেলে নিয়ে আসা হয়। আইসোলেশনে ভর্তির ২০ মিনিট পর শ্বাসকষ্টে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া গতকাল রোববার রাত ১২টা থেকে সোমবার বেলা তিনটা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

Advertisement

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনেই মেডিকেলে মারা যাওয়া ওই তরুণকে দাফন করা হবে। জেলায় নতুন করে পাঁচজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস